৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান | 6th NTRCA Question Solution (College Level) | Biddabari

৬ষ্ঠ প্রভাষক নিবন্ধন প্রশ্ন সমাধান | 6th NTRCA Question Solution | Biddabari

প্রিয় চাকরি প্রত্যাশী,

শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমারা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শানীত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।

 

আরও দেখুন: বিদ্যাবাড়ির 19th NTRCA Preli Advance Gold Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে।

আরও দেখুন:NTRCA সম্পর্কিত বারবার জিজ্ঞাসাকৃত প্রশ্ন ও উত্তর

 

১৯তম NTRCA প্রস্তুতি নেওয়ার কিছু কার্যকর টিপস:

ক. বাংলা (Bengali):

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, বাগধারা ও বাগবিধি, ভুল সংশোধন বা শুদ্ধকরণ, যথার্থ অনুবাদ ও শিরোনাম, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয় বিন্যাস, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, প্রায়োগিক প্রয়োজনীয়তা (বিরাম চিহ্ন, বাগ্ধারা, সন্ধি, কারক, সমাস, কারক বিভক্তি, প্রত্যয়) প্রভৃতি। 

খ. ইংরেজি (English):

Errors in composition, Fill in the blanks with appropriate preposition, Uses of article, verbs, Identify appropriate translation from Bengali to English, Identify appropriate title from story, article, Transformation of sentences, synonyms and Antonyms, completing sentences, Idioms and phrases.

গ. সাধারণ গণিত (General Mathematics):

পাটিগণিত: সূত্র ও নিয়মাবলি (পাটিগণিত সম্বন্ধীয়) গড়, ঐকিক নিয়ম, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সুদকষা, লাভ—ক্ষতি।

বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলি ও প্রয়োগ, গ.সা.গু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ, অনুপাত ও সমানুপাত।

জ্যামিতি: পরিমিতি ও ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।

ঘ. সাধারণ জ্ঞান (General Knowledge):         

১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলি

৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।

বিস্তারিত বিষয়াবলি:

বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজ জীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগোলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়নযোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলি, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

q কেনো বিগত সালের প্রশ্ন সমাধান গুরুত্বপূর্ণ:

১৯তম NTRCA পরীক্ষার ধরন, প্রশ্নের ধরন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে বিগত এনটিআরসিএ প্রশ্ন সমাধান অপরিহার্য।

৬ষ্ঠ NTRCA প্রশ্ন সমাধানের মাধ্যমে আপনি জানতে পারবেন-

l কোন বিষয়ের কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে।

lকোন টপিকগুলোতে আপনি দুর্বল

lকোন অংশে বেশি মনোযোগ দিতে হবে

নিয়মিত প্রশ্ন সলভের মাধ্যমে আপনার প্রস্তুতি হবে দৃঢ় ও আত্মবিশ্বাসী। এছাড়া বিগত প্রশ্ন থেকে অনেক সময় সরাসরি কমন প্রশ্ন পাওয়া যায়, যা ভালো নম্বর তুলতে সাহায্য করে।

 

আজ আমরা প্রকাশ করছি-

৬ষ্ঠ NTRCA প্রশ্ন সমাধান PDF | 6th NTRCA Question Solution PDF

এটি আপনার নিবন্ধন প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ রিসোর্স, যা প্রিন্ট করে পড়াশোনার উপযোগী করে রাখতে পারেন।

 

 

আরও দেখুন: ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষার প্রস্তুতি

 

 

Biddabari আপনার নিবন্ধন প্রস্তুতির নির্ভরযোগ্য সহযাত্রী

সঠিক গাইডলাইন, মানসম্মত কোর্স এবং অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনা পেতে নিয়মিত ভিজিট করুন

 

www.biddabari.com, Facebook পেজ এবং

Youtube চ্যানেল


 

 

৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান | 6th NTRCA Question Solution (College Level) | Biddabari PDF Download



৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন

(প্রভাষক) প্রশ্ন সমাধান

 

১. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?

ক. অসমিয়া

খ. হিন্দি

গ. বঙ্গকামরূপী

ঘ. সংস্কৃত

উত্তর: বঙ্গকামরূপী

২. ভাষার কোন রীতি পরিবর্তনশীল?

ক. সাধুরীতি

খ. চলিত রীতি

গ. কথ্যরীতি

ঘ. লেখ্যরীতি

উত্তর:চলিত রীতি

৩. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. রদনী

খ. নদীকান্ত

গ. কলত্র

ঘ. আপ্লব

উত্তর:নদীকান্ত

৪. কোন বাক্যটি শুদ্ধ?

ক. তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন

খ. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়

গ. আমার আর বাঁচিবার স্বাদ নাই

ঘ. কোনো বাক্যই শুদ্ধ নয়

উত্তর:কোনো বাক্যই শুদ্ধ নয়

৫. দুটি পদের সংযোগস্থলে কি বসে?

ক. ড্যাস

খ. হাইফেন

গ. কোলন

ঘ. কোলন-ড্যাশ

উত্তর:হাইফেন

৬. ‘অম্বু’ শব্দের অর্থ কী?

ক. আগুন

খ. নদী

গ. সূর্য

ঘ. জল

উত্তর:জল

৭. লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?

ক. বিশ্রাম চিহ্ন

খ. বিরাম চিহ্ন

গ. বিভাজন চিহ্ন

ঘ. সাংস্কৃতিক চিহ্ন

উত্তর:বিরাম চিহ্ন

৮. ‘মনমাঝি’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. মন ও মাঝি

খ. মন মাঝির ন্যায়

গ. মন রূপ মাঝি

ঘ. মন যে মাঝি

উত্তর:মন রূপ মাঝি

৯. বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?

ক. বাক্য সংকোচনের জন্য

খ. বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য

গ. বাক্যের সৌন্দর্যের জন্য

ঘ. বাক্যকে অলংকৃত করার জন্য

উত্তর: বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য

১০. ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে-

ক. সারাংশ

খ. অনুবাদ

গ. ভাবসম্প্রসারণ

ঘ. বাগধারা

উত্তর: ভাবসম্প্রসারণ

১১. কোন বাগধারাটির অর্থ চির অশান্তি?

ক. কুল কাঠের আগুন

খ. তুষের আগুন

গ. রাবণের চিতা

ঘ. কলির সন্ধ্যা

উত্তর: রাবণের চিতা

১২. ‘ফপর দালালি’-এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

ক. ঠোঁট কাটা

খ. কাণ্ডজ্ঞানহীন

গ. গায়ে পড়ে মাতব্বরী

ঘ. ধরেন অহংকার

উত্তর: গায়ে পড়ে মাতব্বরি

১৩. শুদ্ধ বানান কোনটি?

ক. দীনতা

খ. দৈন্যতা

গ. দীন্যতা

ঘ. দিনতা

উত্তর: দীনতা

১৪. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?

ক. আরবি

খ. ফারসি

গ. সংস্কৃত

ঘ. ইংরেজি

উত্তর: সংস্কৃত

১৫. পর্বত শব্দের সমার্থক নয় কোনটি?

ক. অচল

খ. ভূধর

গ. অদ্রি

ঘ. উপল

উত্তর: উপল

১৬. ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’-এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-

ক. বনের পশু বনে থাকতেই ভালোবাসে

খ. প্রকৃতি রূপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম

গ. আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে

ঘ. জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

উত্তর: জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর

১৭. ‘ইঁদুর কপালে’ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?

ক. মন্দ বাক্য

খ. মন্দ ভাগ্য

গ. হাস্যকর চেহারা

ঘ. ইঁদুরাকৃতি কপাল

উত্তর: মন্দ ভাগ্য

১৮. ‘বৈরাগ্য সাধনে ––– সে আমার নয়’ শূন্যস্থান পূরণ করুন।

ক. মুক্তি

খ. আনন্দ

গ. বিশ্বাস

ঘ. আশ্বাস

উত্তর:মুক্তি

১৯. কোন বাক্যটি শুদ্ধ?

ক. আমি সন্তোষ হলাম

খ. আমি সন্তোষ্ট হইলাম

গ. আমি সন্তুষ্ট হলাম

ঘ. আমি সন্তুষ্ট হলাম

উত্তর: আমি সন্তুষ্ট হলাম

২০. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?

ক. ৭টি

খ. ৮টি

গ. ৯টি

ঘ. ১০টি

উত্তর: ১০টি

২১. সমাস শব্দের অর্থ কি?

ক. বিশ্লেষণ

খ. সংক্ষেপণ

গ. সংযোজন

ঘ. সংশ্লেষণ

উত্তর: সংক্ষেপণ

২২. ‘গায়ে হলুদ’ কোন সমাসের উদাহরণ?

ক. তৎপুরুষ সমাস

খ. কর্মধারয় সমাস

গ. বহুব্রীহি সমাস

ঘ. দ্বন্ধ সমাস

উত্তর: বহুব্রীহি সমাস

২৩. কোনটি ‘উপপদ তৎপুরুষের’ উদাহরণ?

ক. প্রতিবাদ

খ. বিলাত ফেরত

গ. উপগ্রহ

ঘ. ছেলেধরা

উত্তর: ছেলেধরা

২৪. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. সুধাংশু

খ. বিধু

গ. পন্নগ

ঘ. আদিত্য

উত্তর: আদিত্য

২৫. কোনটি শুদ্ধ বানান?

ক. শকট

খ. শকোট

গ. সকোট

ঘ. সকট

উত্তর: শকট

Fill in the blanks with the correct option. (২৬-৩০)

২৬. The machinery ––– working well.

ক. is

খ. were

গ. are

ঘ. should

উত্তর: is

২৭. Three fourths of the work ––– finished.

ক. have been

খ. has been

গ. had

ঘ. were

উত্তর: has been

২৮. At least one of the students ––– full marks every time.

ক. get

খ. gets

গ. are getting

ঘ. have got

উত্তর: gets

২৯. I told him everything lest he –––.

ক. misunderstood me

খ. should misunderstand me

গ. should not misunderstand me

ঘ. misunderstand me

উত্তর: should misunderstand me

৩০. I wish today ––– Friday.

ক. is

খ. was

গ. were

ঘ. will be

উত্তর: were

৩১. Which word is both a noun and a verb?

ক. advice

খ. practice

গ. belief

ঘ. brush

উত্তর: brush

৩২. The noun form of the word ‘Hate’ is–

ক. Hateful

খ. Hatred

গ. Hatefully

ঘ. Hated

উত্তর: Hatred

৩৩. Which one is an abstract noun?

ক. Childhood

খ. Honest

গ. Flock

ঘ. Cattle

উত্তর: Childhood

Choose the right form of verbs in the brackets (৩৪-৩৮)

৩৪. He couldn’t help (write) the letter.

ক. to write

খ. wrote

গ. writing

ঘ. written

উত্তর: writing

৩৫. Had I been a millionaire I (establish) a hospital.

ক. established

খ. would have established

গ. would established

ঘ. would have been established

উত্তর: would have established

৩৬. It is I who (be) to blame.

ক. is

খ. are

গ. am

ঘ. were

উত্তর: am

৩৭. Nipa as well as her brothers (come) to me.

ক. have come

খ. are coming

গ. was came

ঘ. has come

উত্তর: has come

৩৮. I had (have) my meal before you came.

ক. had

খ. have

গ. been

ঘ. have been

উত্তর: had

৩৯. “আমার বন্ধু নাই বললেই চলে” Which is the correct English Translation?

ক. I have a few friends

খ. I have no friend

গ. I have few friends

ঘ. I have little friends

উত্তর: I have few friends

৪০. “গায়ে মানে না আপনি মোড়ল” The correct English Translation is–

ক. Every man is for himself

খ. He is a self-styled leader

গ. Opportunity makes the thieves

ঘ. Good wine needs no bush

উত্তর: He is a self-styled leader

৪১. “Call a spade a spade” The correct Bengali translation is–

ক. আগে ঘর তবে তো পর।

খ. ঝোপ বুঝে কোপ মারা।

গ. স্পষ্টাস্পষ্টি কথা বলা।

ঘ. জলেই জল বাঁধে।

উত্তর: স্পষ্টাস্পষ্টি কথা বলা।

৪২. “The elephant is the largest quadruped animal in the world. The correct Bengali translation is–

 ক. হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ তৃণভোজী প্রাণী।

খ. হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ স্থলজ প্রাণী।

গ. হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ বনজ প্রাণী।

ঘ. হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ প্রাণী।

উত্তর: হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ প্রাণী।

৪৩. A topic sentence can be put in the paragraph–

ক. at the beginning

খ. in the middle

গ. at the end

ঘ. anywhere

 উত্তর: at the beginning

৪৪. The correct passive form of the sentence “they laugh at us” is–

ক. We are laughed at them

খ. We are laughed at with them

গ. We are laughed by them

ঘ. We are laughed at by them

উত্তর: We are laughed at by them

৪৫. The correct active form of the sentence “Health should be taken care of” is–

ক. We should take care of one’s health

খ. One should take care of one’s health

গ. We should take care of ones health

ঘ. We must take care of our health

উত্তর: One should take care of one’s health

৪৬. Which one is the passive form of the sentence “keep your word”?

ক. Your word must be kept

খ. Let your word be kept

গ. Your word should be kept

ঘ. Let be kept your word

উত্তর: Let your word be kept

৪৭. Choose the correct indirect form–

ক. She said that she was happy to be there that evening.

খ. She said she was happy to be there that evening.

গ. She said that she is happy to be there that evening.

ঘ. She said that she were happy to be there that evening.

উত্তর: She said that she was happy to be there that evening.

৪৮. Choose the correct sentence.

ক. You are going to school, isn’t you?

খ. You are going to school, aren’t you?

গ. You are going to school, are you?

ঘ. You are going to school, do you?

উত্তর: You are going to school, aren’t you?

৪৯. Choose the correct sentence.

ক. You, he and I am guilty

খ. You, he and I are guilty

গ. I, you and he are guilty

ঘ. He, I and you are guilty

উত্তর: I, you and he are guilty

৫০. Choose the right answer. We are in a quandary. We cannot thrive. What can’t they do?

ক. Drive

খ. Flourish

গ. Consecrate

ঘ. Move

উত্তর: Flourish

৫২. দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য 2 এবং গুণফল 24 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত?

ক. 1

খ. 3

গ. 2

ঘ. 4

উত্তর:4

৫৩. f(x) = x3 – 12x2 + 48x – 64হলে, f(5)-এর মান কত?

ক. 1

খ. 3

গ. 2

ঘ. 4

উত্তর:1

৫৫. BECF, ΔABC-এর দুইটি মধ্যমা এবং BC = 18 সে. মি. হলে EF - এর মান কত?

ক. 9 সে. মি.

খ. 10 সে. মি.

গ. 12 সে. মি.

ঘ. 8 সে. মি.

উত্তর:9 সে. মি.

৫৬. ABCD সামন্তরিকের ÐBCD = 130°হলেÐABC = কত?

ক. 40°

খ. 50°

গ. 90°

ঘ. 130°

উত্তর:50°

৫৮. প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে, তৃতীয় সংখ্যাটি কত?

ক. ২৫

খ. ৪০

গ. ৯০

ঘ. ৫০

উত্তর:৪০

৫৯. দুটি সংখ্যার ল. সা. গু ও গ. সা. গু ও যথাক্রমে ২৮৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপরটি কত?

ক. ৯৬

খ. ৭২

গ. ৯২

ঘ. কোনোটিই নয়

উত্তর:৯৬

৬১. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। এর ভিতরের চতুর্দিকে ১ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

ক. ১৩৬ বর্গ মিটার

খ. ১০৬ বর্গ মিটার

গ. ১৩০ বর্গ মিটার

ঘ. ১০৭ বর্গ মিটার

উত্তর: ১৩৬ বর্গ মিটার

৬২. ১, ১, ২, ৩, ৫ . . . . . . . ধারাটির দশম সংখ্যাটি কত?

ক. ৩৪

খ. ৫৫

গ. ২১

ঘ. ১৩

উত্তর: ৫৫

৬৩. একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩ : ২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের eq \f(২,৩) গুণ হয়। ভগ্নাংশটির লব কত?

ক. ৯

খ. ১৬

গ. ১৮

ঘ. ২৪

উত্তর:১৮

৬৬. x3 – 7x – 6 এর উৎপাদক কত?

ক. (x + 1) (x – 2) (x – 3)

খ. (x – 1) (x + 2) (x – 3)

গ. (x + 1) (x + 2) (x – 3)

ঘ. (x – 1) (x – 2) (x – 3)

উত্তর:(x + 1) (x + 2) (x – 3)

৬৭. কোনো সংখ্যার একক, দশক ও শতক স্থানীয় অংক x, y, z হলে সংখ্যাটির রূপ হবে-

ক. 100x + 10y + z

খ. 100z + 10y + x

গ. 100xyz

ঘ. 100z + 10x + y

উত্তর:100z + 10y + x

৬৯. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

ক. ৪%

খ. ৬%

গ. ৫%

ঘ. ৭%

উত্তর:৫%

৭২. A = {x : x মৌলিক সংখ্যা এবং x < 10} হলে নিচের কোনটি সঠিক?

ক. A = {1, 2, 3, 5, 7}

খ. A = {1, 2, 3, 6, 7}

গ. A = {2, 3, 5, 7}

ঘ. A = {4, 6, 8, 9}

উত্তর: A = {2, 3, 5, 7}

৭৩. চিত্রে x-এর মান কত?


90°

60°

. 15°


খ. 30°

গ. 45°

ঘ. 60°

উত্তর: 30°

৭৪. কোনো কূয়ার গভীরতা 10 মিটার এবং ব্যাসার্ধ 1 মিটার হলে ঐ কূয়ার আয়তন কত?

ক. 100p ঘনমিটার

খ. 10p ঘনমিটার

গ. 1000 ঘনমিটার

ঘ. p3 ঘনমিটার

উত্তর:10p ঘনমিটার

৭৬. ভারত-বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?

ক. ৫৩টি

খ. ৫৪টি

গ. ৫৫টি

ঘ. ৫৬টি

উত্তর: ৫৪টি

৭৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কী?

ক. সাইমন কমিশন

খ. নাথান কমিশন

গ. স্যার পি জে হার্টস কমিশন

ঘ. র‍্যাডক্লিফ কমিশন

উত্তর: নাথান কমিশন

৭৮. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব দেয়া হয়েছে?

ক. ৪২৬

খ. ৬৭৬

গ. ৬৭৫

ঘ. ৫৭৬  [বর্তমানে ৬৭২ জন]

উত্তর: ৬৭৬

৭৯. যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মডেল লাভকারী প্রথম বাংলাদেশী-

ক. ফজলে হাসান আবেদ

খ. ড. মুহাম্মদ ইউনূস

গ. শেখ হাসিনা

ঘ. এ এইচ এম নোমান খান

উত্তর: ড. মুহাম্মদ ইউনূস

৮০. টুইটার কী?

ক. এক প্রকার সামাজিক নেটওয়ার্ক

খ. এক প্রকার সফটওয়্যার

গ. এক প্রকার কম্পিউটার প্রোগ্রাম

ঘ. এক প্রকার কম্পিউটার ভাইরাস

উত্তর: এক প্রকার সামাজিক নেটওয়ার্ক

[নোট: টুইটারের বর্তমান নাম “এক্স বা x”।]

৮১. ২০১১ সালে উপমহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?

ক. ৬টি

খ. ৭টি

গ. ৮টি

ঘ. ৯টি

উত্তর: ৮টি

[নোট: ২০২৩ সালে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয় ভারতে।]

৮২. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?

ক. ফিটকিরি

খ. ক্যালসিয়াম কার্বনেট

গ. গ্লিসারিন

ঘ. সোডিয়াম ক্লোরাইড

উত্তর: ক্যালসিয়াম কার্বনেট

৮৩. চিলির খনিতে আটকাপড়া শ্রমিকরা কতদিন পর উদ্ধার হয়?

ক. ৫৯ দিন

খ. ৬৬ দিন

গ. ৬৮ দিন

ঘ. ৬৯ দিন

উত্তর: ৬৯ দিন

৮৪. ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়টির নাম কী?

ক. সিডর

খ. নার্গিস

গ. আইলা

ঘ. সুনামি

উত্তর: সিডর

৮৫. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

ক. হামিদুর রহমান

খ. শামীম শিকদার

গ. মইনুল হোসেন

ঘ. কামরুল হাসান

উত্তর: হামিদুর রহমান

৮৬. ইতিহাসের বিখ্যাত ট্রয়নগরী কোথায়?

ক. তুরস্কে

খ. গ্রিসে

গ. স্পেনে

ঘ. সিরিয়ায়

উত্তর: তুরস্কে

৮৭. CNG (সিএনজি) দ্বারা বোঝায়?

ক. রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস

খ. অপরিশোধিত পেট্রোলিয়াম

গ. একধরনের শিশা

ঘ. অতি প্রাকৃত গ্যাস

উত্তর: রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস

৮৮. দুধের রং সাদা হয় কেন?

ক. প্রোটিনের জন্য

খ. ফ্যাটের জন্য

গ. মিনারেলের জন্য

ঘ. কার্বোহাইড্রেটের জন্য

উত্তর: প্রোটিনের জন্য

৮৯. কোন হরমোনের অভাবে শিশু বামন হয়?

ক. থাইরক্সিন

খ. ফাইরক্সিন

গ. অ্যাডরেনালিন

ঘ. গ্যাস্টিন

উত্তর: থাইরক্সিন

৯০. অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন-

ক. ডারউইন

খ. মার্কনী

গ. লুইপাস্তুর

ঘ. আলেকজান্ডার

উত্তর: লুইপাস্তুর

৯১. ভবদহ বিল অবস্থিত-

ক. ফরিদপুরে

খ. জামালপুরে

গ. যশোরে

ঘ. খুলনাতে

উত্তর: যশোরে

৯২. লেডি উইথ দি ল্যাম্প কার উপাধি?

ক. সরোজিনী নাইডু

খ. ফ্লোরেন্স নাইটিঙ্গেল

গ. মাইকেল অ্যাঞ্জেলা

ঘ. পাবলো পিকাসো

উত্তর: ফ্লোরেন্স নাইটিঙ্গেল

৯৩. ‘পঞ্চইন্দ্রিয়’ তৈলচিত্রের চিত্রশিল্পী কে?

ক. লিওনার্দো দা ভিঞ্চি

খ. মকবুল ফিদা হোসেন

গ. মাইকেল অ্যাঞ্জেলা

ঘ. পাবলো পিকাসো

উত্তর: মকবুল ফিদা হোসেন

৯৪. ‘ফেয়ার ফ্যাক্স’ কী?

ক. বিশ্বের অন্যতম টেলিফোন সংস্থা

খ. একটি সংবাদ মাধ্যম

গ. রাশিয়ার গোয়েন্দা সংস্থা

ঘ. মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা

৯৫. আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়-

ক. ১০ মার্চ

খ. ১০ জুন

গ. ১০ অক্টোবর

ঘ. ১০ ডিসেম্বর

উত্তর: ১০ ডিসেম্বর

৯৬. বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কী?

ক. BTTB

খ. BTCC

গ. BTCL

ঘ. BTRC

উত্তর: BTCL

৯৭. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?

ক. বিজয়

খ. সুলেখা

গ. সুতনী

ঘ. রূপসা

উত্তর: বিজয়

৯৮. সম্প্রতি কোন দেশের ৩৩ জন আটকেপড়া খনি শ্রমিককে ২ মাস পর উদ্ধার করা হয়?

ক. কিউবা

খ. চিলি

গ. ব্রাজিল

ঘ. মেক্সিকো

উত্তর: চিলি

৯৯. শান্ত সাগর কোথায় অবস্থিত?

ক. বুধগ্রহ

খ. পৃথিবীতে

গ. চাঁদে

ঘ. শনিগ্রহে

উত্তর: চাঁদে

১০০. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?

ক. ভিটামিন এ

খ. ভিটামিন বি

গ. ভিটামিন সি

ঘ. ভিটামিন ডি

উত্তর: ভিটামিন এ

More Question Bank

NTRCA

৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান | 6th NTRCA Question Solution (College Level) | Biddabari

৬ষ্ঠ প্রভাষক নিবন্ধন প্রশ্ন সমাধান | 6th NTRCA Question Solution | Biddabari প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমারা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শানীত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।   আরও দেখুন: বিদ্যাবাড়ির 19th NTRCA Preli Advance Gold Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে। আরও দেখুন:NTRCA সম্পর্কিত বারবার জিজ্ঞাসাকৃত...

BCS

২০তম বিসিএস প্রশ্ন সমাধান | 20th BCS Question Solution | Biddabari

২০তম বিসিএস প্রশ্ন সমাধান | 20th BCS Question Solution | Biddabari   প্রিয় চাকরি প্রত্যাশী,   বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৫০তম বিসিএস সার্কুলার প্রকাশের সম্ভাবনা রয়েছে। সার্কুলার প্রকাশের পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫০তম বিসিএস টার্গেট করছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।   🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ   সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে। তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে। আরও দেখুন: ১০ম বিসিএস প্রশ্ন সমাধান - 13th BCS Question Solution – Biddabar...

Primary

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান–২০০৯ (পদ্ম) | Primary Head Teacher Question Solution 2009 (Padma)

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান–২০০৯ (পদ্ম) | Primary Head Teacher Question Solution 2009 (Padma) প্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা ইতোমধ্যেই অবগত আছেন যে, প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১১২২টি পদে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই এই সার্কুলারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রায় ১৩ বছর পর সরাসরি পরীক্ষার মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং এই পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কর্তৃক গ্রহণ করা হবে। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’ অনুযায়ী— 🎯৯০ নম্বরের লিখিত (MCQ Type) এবং 🎯১০ নম্বরের মৌখিক (Viva) পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। দীর্ঘদিন পরে প্রাইমারির প্রধান...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই