১৭তম বিসিএস প্রশ্ন সমাধান | 17th BCS Question Solution | Biddabari
১৭তম বিসিএস প্রশ্ন সমাধান | 17th BCS Question Solution | Biddabari
প্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নির্ধারিত টাইমলাইন অনুসারে বর্তমানে নিয়মিত বিসিএস পরীক্ষা গুলো অনুষ্ঠিত হচ্ছে। আগামি ১ নভেম্বর ২০২৫ইং তারিখে ৫০তম বিসিএসের সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। সার্কুলার প্রকাশিত হওয়ার পর প্রিলিমিনারি পরীক্ষার জন্য সময় পাওয়া যাবে খুবই কম। সুতরাং যারা ৫০তম বিসিএসকে টার্গেট করে প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের এখন থেকেই পড়াশোনা শুরু করতে হবে। সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ থেকে দেখা গেছে যে, বিসিএসের মূলধারার প্রশ্নপত্রে অনেক পরিবর্তন এসেছে। সুতরাং প্রস্তুতি হতে হবে আরও গোছালো এবং সকল খুঁটিনাটি তথ্যগুলোও গুরুত্বের সাথে পড়তে হবে।
আরও দেখুন: ১০ম বিসিএস প্রশ্ন সমাধান - 10th BCS Question Solution - Biddabari
আরও দেখুন: ১১তম বিসিএস প্রশ্ন সমাধান - 11th BCS Question Solution – Biddabari
আরও দেখুন: ১২তম বিসিএস প্রশ্ন সমাধান | 12th BCS Question Solution | Biddabari
৫০তম বিসিএস প্রস্তুতি কীভাবে শুরু করবেন সে সক্রান্ত কিছু টিপস নিচে শেয়ার করা হলো:
· বিসিএসের সিলেবাস, বিষয়ভিত্তিক মানবণ্টন, পরীক্ষা পদ্ধতি, বিগত প্রশ্নপত্র সব কিছু ভালোমত দেখতে হবে এবং সমাধান করতে হবে।
· বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করতে হবে।
· কোন টপিকগুলো থেকে অধিক প্রশ্ন আসে সেগুলো জানতে হবে।
· প্রিলি ও লিখিত পরীক্ষার সমন্বিত প্রস্তুতির জন্য পরিকল্পনা করতে হবে।
· নিয়মিত পড়াশুনার জন্য একটি কার্যকর রুটিন তৈরি করতে হবে।
· দৈনিক কত ঘণ্টা পড়বেন এবং কোন বিষয়গুলো পড়বেন সেটি নির্ধারণ করতে হবে।
· বাংলা ব্যাকরণ ও সাহিত্য, English Grammar & Literature, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সুশাসন নৈতিকতা ও মূল্যবোধ প্রত্যেকটি বিষয়ের প্রস্তুতির জন্য আপনার সুবিধামত আলাদা সময় নির্ধারণ করুন।
· প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্যগুলো গুছিয়ে পড়ার এবং প্রথম থেকেই নোট করার চেষ্টা করুন।
· বাংলা ব্যাকরণ ও সাহিত্য অংশের গুরুত্বপূর্ণ বাছাইকৃত তথ্যগুলো (বিভিন্ন যুগের উল্লেখযোগ্য কবি সাহিত্যক ও তাঁদের সাহিত্যকর্ম, বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিকগুলো) নিয়মিত রিভিশন করুন। বাছাইকৃত কমন উপযোগী প্রশ্নগুলো বিদ্যাবাড়ির BCS ডাইজেস্ট প্লাস বই থেকে পড়ুন।
· গাণিতিক যুক্তি ও English Grammar & Literature প্রস্তুতির জন্য দৈনিক নির্দিষ্ট একটি সময় রাখুন।
· বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির টপিকগুলো যেহেতু মুখস্তের সেজন্য যেসময়টি আপনার জন্য সুবিধাজনক সে সময়টিকে বেছে নিন।
· মানসিক দক্ষতার সমস্যাগুলো নিয়মিত খাতায় লিখে চর্চা করুন। যদি গাণিতিক সমস্যগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলে বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারেন।
· বিসিএসের লিখিত পরীক্ষায় এগিয়ে থাকার জন্য নিয়মিত বিভিন্ন টপিকগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে।
· যত ভালোই লিখুন না কেন সেটির উপস্থাপন যদি সঠিক ও সুন্দর না হয় তাহলে ভালো নম্বর আশা করা যাবে না।
· লিখিত পরীক্ষায় ভালো করার কৌশল ও বেশি নম্বর তোলার পদ্ধতি গুলো বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলো দেখার মাধ্যমে জানতে পারবেন।
· প্রত্যেকটি বিষয়ের প্রস্তুতির জন্য ৭ম-১০ম, একাদশ-দ্বাদশ শ্রেণির বোর্ড বই সহ বিষয় সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বইগুলো পড়ুন। বিসিএস প্রস্তুতির গুরুত্বপূর্ণ বইয়ের তালিকা বিদ্যাবাড়ির ওয়েবাসাইটে বিসিএস প্রস্তুতি সংক্রান্ত ব্লগ গুলোতে পেয়ে যাবেন।
· নিয়মিত পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে ধারণা নিন এবং নোট করে রাখুন। পরবর্তী সময়ে রিভিশন করতে এটি কাজে আসবে।
· খুবই গুরুত্বপূর্ণ কৌশলটি হচ্ছে নিয়মিত মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করুন। এটি আপনাকে পরীক্ষায় সময় মেইনটেইন করতেও সহায়তা করবে।
· বিসিএসের সকল বিষয়ের বাছাইকৃত কমন উপযোগী গুরুত্বপূর্ণ তথ্যগুলো একত্রে গুছিয়ে পড়তে বিদ্যাবাড়ির BCS ডাইজেস্ট প্লাস বইটি পড়ুন।
· ঘরে বসে থেকেই আপনার বিসিএস প্রস্তুতির জন্য স্বল্প খরচে বিদ্যাবাড়ির 50th BCS Target Live Batch এ ভর্তি হয়ে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করে তুলুন।
· আপনাদের যেকোনো তথ্যের প্রয়োজনে বিদ্যবাড়ির ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকুন। সঠিক গাইডলাইন সহ আপনার নিয়মিত পড়াশোনা নিশ্চিত করে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে বিদ্যাবাড়ি হতে পারে আপনার অন্যতম সহায়ক।
আরও দেখুন: ১৩তম বিসিএস প্রশ্ন সমাধান | 13th BCS Question Solution | Biddabari
আরও দেখুন: ১৪তম বিসিএস প্রশ্ন সমাধান | 14th BCS Question Solution | Biddabari
বিসিএস প্রস্তুতির অংশ হিসেবে বিগত বিসিএসের প্রশ্নগুলো সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিসিএস পরীক্ষা পদ্ধতি, প্রশ্ন প্যাটার্ন, কোন বিষয়ের কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলো অধিক গুরুত্বপূর্ণ, কোনগুলো অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ এই সবকিছু বিগত বিসিএসের প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমেই জানা সম্ভব। কোন টপিকগুলোতে প্রার্থীর দুর্বলতা আছে, কোন কোন টপিকগুলোতে অধিক মনোযোগ দিতে হবে সেই বিষয়টিও প্রার্থী বিগত প্রশ্ন সলভ করার মাধ্যমে বুঝতে পারেন। একই সাথে অসংখ্য প্রশ্ন সলভ করার মাধ্যমে বিসিএসের একটি ভালো প্রস্তুতি বিগত প্রশ্ন থেকেই হয়ে যায়। পাশাপাশি বিগত সালের প্রশ্নপত্র থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় সরাসরি কমন পাওয়া যায় যা একজন চাকরি প্রার্থীকে পরীক্ষায় সহজেই ভালো নম্বর তুলতে সহয়তা করে।
আপনাদের বিসিএস প্রস্তুতির সহায়তার জন্য হতে বিদ্যাবাড়ির পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিসিএসের বিগত সালের প্রশ্নগুলো নির্ভুল উত্তরসহ প্রকাশ করা হবে। যার ফলে আপনাকে কষ্ট করে এই প্রশ্নগুলো খুঁজে বের করতে হবে না এবং আপনি এই প্রশ্নের PDF ফাইলটি ডাউনলোড করে সংগ্রহ করে রাখতে পারেন এবং যেকোনো জায়গা থেকে পড়তে পারেন।
আজ আমরা আপনাদের বিসিএস প্রস্তুতির সহায়তার জন্য ১৭তম বিসিএস প্রশ্ন সমাধান PDF ফরমেটে প্রকাশ করছি।
17th BCS Question Solution PDF ফাইলটি ডাউনলোড করে যেকোনো ডিভাইসে পড়তে পারবেন এবং প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।
এছাড়া বিসিএসের প্রস্তুতির জন্য বিদ্যাবাড়ির বিসিএস প্রস্তুতি কোর্সে ভর্তি হয়ে দীর্ঘ অভিজ্ঞ শিক্ষকদের সঠিক গাইডলাইন অনুসারে পড়াশোনা করলে আপনার সফলতা নিশ্চিত হবেই ইনশাআল্লাহ্।
আরও দেখুন: 50th BCS Target Live Batch
আরও দেখুন: 51th BCS Dynamic Advance Live Batch
১৭তম বিসিএস প্রশ্ন সমাধান | 17th BCS Question Solution | Biddabari PDF Download
More Question Bank
NTRCA
৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান | 6th NTRCA Question Solution (College Level) | Biddabari
৬ষ্ঠ প্রভাষক নিবন্ধন প্রশ্ন সমাধান | 6th NTRCA Question Solution | Biddabari প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমারা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শানীত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি। আরও দেখুন: বিদ্যাবাড়ির 19th NTRCA Preli Advance Gold Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে। আরও দেখুন:NTRCA সম্পর্কিত বারবার জিজ্ঞাসাকৃত...
BCS
২০তম বিসিএস প্রশ্ন সমাধান | 20th BCS Question Solution | Biddabari
২০তম বিসিএস প্রশ্ন সমাধান | 20th BCS Question Solution | Biddabari প্রিয় চাকরি প্রত্যাশী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৫০তম বিসিএস সার্কুলার প্রকাশের সম্ভাবনা রয়েছে। সার্কুলার প্রকাশের পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫০তম বিসিএস টার্গেট করছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি। 🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে। তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে। আরও দেখুন: ১০ম বিসিএস প্রশ্ন সমাধান - 13th BCS Question Solution – Biddabar...
Primary
প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান–২০০৯ (পদ্ম) | Primary Head Teacher Question Solution 2009 (Padma)
প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান–২০০৯ (পদ্ম) | Primary Head Teacher Question Solution 2009 (Padma) প্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা ইতোমধ্যেই অবগত আছেন যে, প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১১২২টি পদে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই এই সার্কুলারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রায় ১৩ বছর পর সরাসরি পরীক্ষার মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং এই পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কর্তৃক গ্রহণ করা হবে। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’ অনুযায়ী— 🎯৯০ নম্বরের লিখিত (MCQ Type) এবং 🎯১০ নম্বরের মৌখিক (Viva) পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। দীর্ঘদিন পরে প্রাইমারির প্রধান...




