প্রশ্ন: বিসিএস (BCS) এর পূর্ণরূপ কী?
উত্তর: বিসিএস এর পূর্ণরূপ হলো বাংলাদেশ সিভিল সার্ভিস (Bangladesh Civil Service)।
প্রশ্ন: বিসিএস ক্যাডার কাকে বলে?
উত্তর: বিসিএস ক্যাডার সেই ব্যক্তিদের বলা হয়, যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য, শিক্ষা, কর ইত্যাদি বিভিন্ন ক্যাডারে সরকারি চাকরিতে নিযুক্ত হন।
প্রশ্ন: বিসিএস ক্যাডার কয়টি ও কী কী?
উত্তর: বিসিএস ক্যাডার মোট ২৬টি। যেমন- প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার, শিক্ষা ক্যাডার, স্বাস্থ্য ক্যাডার ইত্যাদি।
প্রশ্ন: বিসিএস ক্যাডার এর কাজ কী?
উত্তর: বিসিএস ক্যাডারগণ প্রশাসনিক, আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কর আদায়, শুল্ক সংগ্রহসহ বিভিন্ন সরকারি কাজে নিয়োজিত থাকেন।
যেখানে প্রশাসনিক ক্যাডার নীতি প্রণয়ন, আইন বাস্তবায়ন, উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেন; পুলিশ ক্যাডার আইন-শৃঙ্খলা রক্ষা করেন; স্বাস্থ্য ক্যাডার স্বাস্থ্যসেবা দেন ইত্যাদি।
প্রশ্ন: বিসিএস ক্যাডার হলে কী কী চাকরি করা যায়?
উত্তর: বিসিএস ক্যাডার হলে প্রশাসন, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পররাষ্ট্রসহ বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করা যায়।
প্রশ্ন: বিসিএস ক্যাডারগণ কত গ্রেডে নিয়োগ পান?
উত্তর: বিসিএস ক্যাডার সাধারণত ৯ম গ্রেডে নিয়োগ পান। তবে এটি বিভিন্ন ক্যাডার এবং পদ অনুযায়ী ভিন্ন হতে পারে।
যেমন- প্রশাসন বা পুলিশ ক্যাডারে প্রথম নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা ৯ম গ্রেডে থাকেন, পরে পদোন্নতির মাধ্যমে তাঁরা উচ্চতর গ্রেডে চলে যান।
প্রশ্ন: বাংলাদেশে বিসিএস ক্যাডারের বেতন কত?
উত্তর: নবীন বিসিএস ক্যাডারের বেতন প্রায় ২২,০০০ টাকা (বেসিক) থেকে শুরু হয় এবং কাজের অভিজ্ঞতা ও পদোন্নতির সাথে বেতনও বৃদ্ধি পেতে থাকে।
প্রশ্ন: বিসিএস পরীক্ষা কত সালে শুরু হয়?
উত্তর: বাংলাদেশের প্রথম বিসিএস (BCS) পরীক্ষা শুরু হয় ১৯৭৩ সালে।
প্রশ্ন: প্রতি বছর কতজন বিসিএস ক্যাডার হয়?
উত্তর: প্রতি বছর সাধারণত ২,০০০ থেকে ৩,০০০ জন ক্যাডার হিসেবে সুপারিশ করা হয়।
প্রশ্ন: বাংলাদেশে কতজন বিসিএস ক্যাডার আছে?
উত্তর: বর্তমানে প্রায় ৩০,০০০-এর বেশি বিসিএস ক্যাডার বিভিন্ন পর্যায়ে কর্মরত আছেন।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম বিসিএস ক্যাডার কে?
উত্তর: মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম হলেন বাংলাদেশের প্রথম বিসিএস ক্যাডার।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিসিএস ক্যাডার কে ছিলেন?
উত্তর: বাংলাদেশের প্রথম বিসিএস ক্যাডার হলেন রাজিয়া বেগম।
প্রশ্ন: বিসিএস ক্যাডার কীভাবে হওয়া যায়?
উত্তর: বিসিএস ক্যাডার হতে হলে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভা এই তিনটি ধাপ সফলভাবে পেরোতে হয়। প্রতিটি ধাপের জন্য প্রস্তুতি ও অধ্যবসায় প্রয়োজন।
প্রশ্ন: বিসিএস ক্যাডার হতে হলে কী কী যোগ্যতা লাগে?
উত্তর: বিসিএস ক্যাডার হতে একজন প্রার্থীর নিম্নবর্ণিত যোগ্যতা থাকা প্রয়োজন-
- শিক্ষাগত যোগ্যতা;
- শারীরিক যোগ্যতা;
- বয়সসীমা;
- এবং নাগরিকত্ব।
যোগ্যতা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানতে এই আর্টকেলটি পড়তে পারেন।
প্রশ্ন: বিসিএস পরীক্ষা দেওয়ার ন্যূনতম যোগ্যতা কত?
উত্তর: সাধারণত আপনি যদি উচ্চমাধ্যমিকের পর ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অর্জন করেন তাহলেই আপনি BCS পরীক্ষা দিতে পারবেন।
তবে আপনি যদি ৩ বছর মেয়াদী পাস কোর্স করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ২ বছর মেয়াদী মাস্টার্স পরীক্ষা দিয়ে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
উল্লেখ্য, SSC, HSC এবং অনার্স/সমমান পরীক্ষায় ১টির বেশি তৃতীয় শ্রেণি থাকা যাবে না। এসবের বাইরে আলাদাভাবে কোন জিপিএ/সিজিপিএ পয়েন্টের কথা কোথাও উল্লেখ নেই।
প্রশ্ন: বিসিএস পরীক্ষা দিতে কত পয়েন্ট লাগে?
উত্তর: বিসিএস পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো জিপিএ বা পয়েন্টের শর্ত নেই। তবে SSC, HSC এবং অনার্স/সমমান পরীক্ষায় ১টির বেশি তৃতীয় শ্রেণি থাকা যাবে না।
প্রশ্ন: ডিগ্রি পড়ে কি বিসিএস দেওয়া যায়?
উত্তর: ডিগ্রিতে পড়েও বিসিএস পরীক্ষা দেওয়া যাবে। তবে এর জন্য আগে আপনাকে ২ বছর মেয়াদী মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রশ্ন: BCS এর বয়সসীমা কত?
উত্তর: বিসিএস পরীক্ষার জন্য বয়সসীমা ২১ থেকে ৩২ বছর।
প্রশ্ন: বিসিএস ক্যাডার হতে কত বছর লাগে?
উত্তর: বিসিএস ক্যাডার হতে সাধারণত ১ থেকে ২ বছর সময় লাগতে পারে। তবে এটি নির্ভর করে পুরো প্রক্রিয়ার উপর।
বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা পরীক্ষার প্রতিটি ধাপ সম্পন্ন করতে প্রতিটি ধাপে সময় লাগে। প্রস্তুতির সময়সীমা এবং প্রতিটি ধাপে উত্তীর্ণ হওয়ার ওপর নির্ভর করে এই সময় কম বেশি হতে পারে।
প্রশ্ন: বিসিএস নন-ক্যাডার মানে কী?
উত্তর: যারা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্যাডার পাননি, তাঁরা সাধারণত নন-ক্যাডার পদে নিয়োগ পান, যা দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদ।
প্রশ্ন: বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার এর পার্থক্য কী?
উত্তর: ক্যাডারগণ সাধারণত প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন, যেখানে নন-ক্যাডাররা দ্বিতীয় শ্রেণির পদে থাকেন এবং তাঁদের সুযোগ-সুবিধা কিছুটা কম হতে পারে।
প্রশ্ন: বিসিএস নন-ক্যাডার চাকরি কোনগুলো?
উত্তর: নন-ক্যাডার চাকরিগুলোর মধ্যে বিভিন্ন প্রশাসনিক সহকারী, তৃতীয় ও দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদ অন্তর্ভুক্ত থাকে।
প্রশ্ন: বিসিএস ক্যাডার হতে হলে করনীয় কি?
উত্তর: নিয়মিত পড়াশোনা করা, সঠিক গাইডলাইন অনুসরণ করা এবং প্রতিটি ধাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া।
প্রশ্ন: বিসিএস পরীক্ষা কতবার দেওয়া যায়?
উত্তর: আপনি ৩২ বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষা দিতে পারবেন (পূর্বে বিশেষ কোটাধারী পরীক্ষার্থীরা ৩২ বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষা দিতে পারতো।)
প্রশ্ন: বিসিএস পরীক্ষা কত বছর পর পর হয়?
উত্তর: বিসিএস পরীক্ষা সাধারণত প্রতি বছরই অনুষ্ঠিত হয়। তবে নির্দিষ্ট সময়সূচি সরকারি কর্ম কমিশন (BPSC) নির্ধারণ করে।
তবে কখনো কখনো বিশেষ কারণে দুটি পরীক্ষার মাঝে একটু বেশি সময়ও লেগে যেতে পারে।
প্রশ্ন: বিসিএস পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: বিসিএস পরীক্ষা বাংলাদেশের আটটি বিভাগ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে অনুষ্ঠিত হয়ে থাকে।
প্রশ্ন: বিসিএস লিখিত পরীক্ষার সময়সীমা কত ঘণ্টা?
উত্তর: টানা ৬ দিনে ২১ ঘণ্টা বিসিএস লিখিত পরীক্ষা দিতে হয়।
প্রশ্ন: বিসিএস পরীক্ষায় কী ক্যালকুলেটর ব্যবহার করা যায়?
উত্তর: বিসিএস পরীক্ষায় সকল ধরনের যান্ত্রিক সরঞ্জাম যেমন- ঘড়ি, মোবাইল ফোন বা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। শুধু গাণিতিক যুক্তি পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: বিসিএস প্রিপারেশনের জন্য কোন কোচিং ভালো হবে?
Comments