প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৯ (বেলী) | primary head teacher question solution 2009

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৯ (বেলী) | primary head teacher question solution 2009

প্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা অবগত আছেন যে, ইতোমধ্যে প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১১২২টি পদে বড় সার্কুলার প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই এই সার্কুলারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রায় ১৩ বছর পরে সরাসরি পরীক্ষার মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন(বিপিএসসি) কর্তৃক এই নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫’ অনুযায়ী, ৯০ নম্বরের লিখিত (MCQ Type) পরীক্ষা এবং ১০ নম্বরের ভাইভা পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের এই পদে নিয়োগ দেওয়া হবে। দীর্ঘদিন পরে প্রাইমারির প্রধান শিক্ষক পদে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেকেই এই পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানেন না। আজ আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে জানাবো:

আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (১ম ধাপ) প্রশ্ন সমাধান PDF-২০২৩ | primary question solution PDF-2023

 আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (২য় ধাপ) প্রশ্ন সমাধান-২০২৪ | primary question solution PDF-2024

আরও দেখুন:প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার (৩য় ধাপ) প্রশ্ন সমাধান-২০২৪ | primary question solution PDF-2024

 

বাংলা ভাষা ও সাহিত্য-২৫

ব্যাকরণ অংশ

বানান শুদ্ধি, সমাস, বাগধারা ও প্রবাদ, শব্দ ও শব্দ প্রকরণ, ভাষা, ব্যাকরণ ও লিপি, পদ-প্রকরণ, ধ্বনি ও বর্ণ, সন্ধি, বাক্যশুদ্ধি, কারক-বিভক্তি, শব্দার্থ, পারিভাষিক শব্দ, প্রতিশব্দ, বাক্য প্রকরণ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, উপসর্গ, ক্রিয়ার কাল,বিরাম চিহ্ন,দ্বিরুক্ত শব্দ, ক্রিয়াপদ

সাহিত্য পার্টঃ

বাংলা সাহিত্যের যুগবিভাগ, পিএসসির ১১জন সাহিত্যিক ও পঞ্চপাণ্ডব, পত্র-পত্রিকার সম্পাদক ও প্রকাশকাল, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, উপন্যাস ও নাটক, ছন্দ প্রকরণ, মহাকাব্য, গীতিকবিতা ও সনেট ছদ্মনাম ও উপাধি, তেভাগা আন্দোলন,অভিধান গ্রন্থ।

ইংরেজি-২৫

English Grammar:

The Noun, The Adjective, The Verb, The Adverb, The Preposition, The Number, Article, The Determiner, Idiom and Phrase, Synonyms & Antonyms, Spellings, The Voice, Substitutions, Subject-verb-agreement, Right forms of verb, Corrections

Literature:

Authors name & literature, Old English Period, Middle English Period, Elizabethan Period, Romantic Period, Victorian Period, Modern Period, Literary Terms etc.

গণিত+ দৈনন্দিন বিজ্ঞান-২০

পাটিগণিত

সংখ্যার ধারণা, অনুপাত-সমানুপাত ও মিশ্রণ, সুদকষা, লাভ-ক্ষতি, ল.সা.গু-গ.সা.গু,শতকরা, বয়স, ভগ্নাংশ, সময়-দূরত্ব ও গতিবেগ, ধারা, গড়, বর্গমূল, ঐকিক নিয়ম, কাজ-সময়, নল-চৌবাচ্চা, বিন্যাস-সমাবেশ-সম্ভাব্যতা।

বীজগণিত:

মান নির্ণয়, সরল-সমীকরণ, বীজগাণিতিক রাশিমালার যোগ-বিয়োগ-গুণ-ভাগ, সূচক ও লগারিদম, অসমতা, উৎপাদকে বিশ্লেষণ, দ্বিপদ-সমীকরণ, বীজগাণিতিক ল.সা.গু-গ.সা.গু, ধারা, মানসিক দক্ষতা, বিবিধ (কার্তেসীয় জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি)

জ্যামিতি:

রশ্মি-রেখা ও কোণ প্রভৃতি সংক্রান্ত জ্যামিতির মৌলিক ধারণা, ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, বৃত্ত, ট্রাপিজিয়াম, ঘনবস্তু ও বহুভুজ।

দৈনন্দিন বিজ্ঞান

রসায়ন, পদার্থ বিজ্ঞান, উদ্ভিদ ও প্রাণিবিজ্ঞান, রোগব্যাধি-কারণ-প্রতিকার ও প্রতিরোধ, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান,বিজ্ঞানের বিভিন্ন শাখা, বিভিন্ন রাশি ও একক, পরিমাপক যন্ত্র, বিজ্ঞানের বিভিন্ন শাখা, আধুনিক বিজ্ঞান, প্রতীক-সংকেত ইত্যাদি।

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-

কম্পিউটারের মৌলিক ধারণা কম্পিউটার সংগঠন, প্রকারভেদ ও প্রজন্ম, মেমোরি, হার্ডওয়্যার-সফটওয়্যার, ইউটিলিটি প্রোগ্রাম, শর্টকার্ট-কী, তথ্যপ্রযুক্তি, ই-মেইল, ইন্টারনেট, ওয়্যারলেস নেটওয়ার্ক, সোস্যাল মিডিয়া, কম্পিউটার ও প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান

সাধারণ জ্ঞান (বাংলাদেশ+আন্তর্জাতিক) -২০

বাংলাদেশ বিষয়াবলি:

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ,সীমারেখা ও ভূ-প্রকৃতি, প্রাচীন বাংলার ইতিহাস, ব্রিটিশ শাসনামল, মধ্যযুগীয় শাসনামল, ১৯৪৭-৭১ (পাকিস্তান শাসনামল) মুক্তিযুদ্ধ পূর্বকালীন ও পরবর্তী ইতিহাস, দর্শনীয় স্থান ও স্থাপনা, জাতীয় বিষয়াবলি, সংবিধান, জাতীয় সংসদ, নদ-নদী, খেলাধুলা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, জাতীয় অর্জন, জি-আই পণ্য, মেগা প্রজেক্ট, সঙ্গীত ও রচয়িতা, অর্থনৈতিক সমীক্ষা, দেশের বৃহত্তম-ক্ষুদ্রতম-উচ্চতম, উপজাতি, জনশুমারি-কৃষিশুমারি, বাজেট, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি, জুলাই বিপ্লব-২০২৪, নববর্ষ, নারী ও শিশু, সরকার ব্যবস্থা, শক্তি-সম্পদ

আন্তর্জাতিক:

আন্তর্জাতিক সংস্থা, সদর দপ্তর, বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্ট ও ব্যাংকিং, বিভিন্ন সংস্থার ধরণ-প্রতিষ্ঠাকাল-সদস্য সংখ্যা, আন্তর্জাতিক দিবস, জাতিসংঘ, ইউনেস্কো, বিভিন্ন সভ্যতার বিস্তৃতি-নিদর্শন-অবদান, সীমারেখা ও প্রণালি, বিরোধপূর্ণ দ্বীপ-ভূখণ্ড,গোয়েন্দা সংস্থা, রাজধানী ও মুদ্রা, আন্তর্জাতিক নদী, সাগর-মহাসাগর, হ্রদ, জলপ্রপাত, ভৌগোলিক উপনাম, রাজধানী ও মুদ্রা, বিখ্যাত স্থান-শহর, গ্রন্থ-চিত্রকর্ম, বিভিন্ন বিপ্লব, আদিবাসী, আঞ্চলিক জোট, অর্থনৈতিক জোট, স্থলবেষ্টিত রাষ্ট্র, সুনীল অর্থনীতি, সাম্প্রতিক বিভিন্ন তথ্য।

আরও দেখুন:প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান (১ম ধাপ)-২০২২ | primary question solution 2022

আরও দেখুন: প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নসমাধান-২০০৯ (জবা) | primary head teacher question solution 2009

প্রস্তুতির জন্য দেখুন: প্রাইমারি প্রধান শিক্ষক Success লাইভ ব্যাচ

আপনাদের প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতির সহায়তার জন্য আমরা ধারাবাহিক ভাবে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পদের বিগত সালের প্রশ্নসমাধান PDF ফরমেটে প্রকাশ করবো।

আজ আমরা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নসমাধান-২০০৯ (বেলী) PDF ফরমেটে প্রকাশ করছি। 

 

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০০৯ (বেলী) | primary head teacher question solution 2009 PDF Download

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ-২০০৯


পরীক্ষার তারিখ: ১১.০৯.২০০৯

সেট কোড: বেলী


সময়: ১ ঘণ্টা ২০ মিনিট

পূর্ণমান: ৮০


১. ‘On the eve of’ phrase টির অর্থ হচ্ছে-

ক. just after

খ. just before

গ. Beautiful evening

ঘ. Dark evening

উত্তর: just before

২. ‘Deformed শব্দটির Synonym হচ্ছে-

ক. Crippled

খ. Beautiful

গ. Handsome

ঘ. Determine

উত্তর: Crippled

৩. My brother has no interest ..... music. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ক. for

খ. in

গ. with

ঘ. at

উত্তর: in

৪. কোনটি শুদ্ধ বাক্য?

ক. It rained for three days.

খ. Grammar is better servant than master.

গ. He is my elder teacher.

ঘ. While he was walking in the garden a snake bit him.

উত্তর: While he was walking in the garden a snake bit him.

৫. He said, “The train reached at nine.” বাক্যটির indirect speech-

ক. He said that the train has reached at nine.

খ. He said that the train had reached at nine.

গ. He said that the train reaches at nine.

ঘ. He said that the train has reached at nine.

উত্তর: He said that the train had reached at nine.

৬. ‘He pleases us.’ বাক্যটির passive form হচ্ছে-

ক. We were pleased with him.

খ. We are pleased by him.

গ. We are pleased with him.

ঘ. We will be pleased by him.

উত্তর: We are pleased with him.

৭. কোনটি শুদ্ধ বানান?

ক. Transluscent

খ. Translucent

গ. Translucent

ঘ. Tranclucent

উত্তর: Translucent

৮. কোনটি শুদ্ধ বানান?

ক. Foreigner

খ. Foriegnor

গ. Foreinor

ঘ. Foriegner

উত্তর: Foreigner

৯. মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে-

ক. টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়

খ. ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়

গ. টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়

ঘ. রেডিও লাইনের সংযোগ সাধন হয়

উত্তর: টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়

১০. ‘যদি সত্য বল তাহলে ‍মুক্তি পাবে’ এটি কোন ধরনের বাক্য?

ক. সংযুক্ত বাক্য

খ. যৌগিক বাক্য

গ. সরল বাক্য

ঘ. মিশ্র বাক্য

উত্তর: মিশ্র বাক্য

১১. ‘পিত্রালয়’ এর সন্ধি বিচ্ছেদ-

ক. পিতা + আলয়

খ. পিত্রি + আলয়

গ. পিতা + লয়

ঘ. পিতৃ + আলয়

উত্তর: পিতৃ + আলয়

১২. ‘অর্বাচীন’ এর বিপরীত শব্দ-

ক. প্রাচীন

খ. অচেনা

গ. নবীন

ঘ. তরুণ

উত্তর: প্রাচীন

১৩. ‘আনন্দ’ -এর সমার্থক শব্দ নয়-

ক. উচ্ছ্বাস

খ. উল্লাস

গ. স্ফুরণ

ঘ. শ্রান্তি

উত্তর: শ্রান্তি

১৪. ‘শ্বেতবস্ত্র’ শব্দটি কোন সমাস?

ক. দ্বিগু সমাস

খ. কর্মধারয় সমাস

গ. তৎপুরুষ সমাস

ঘ. অব্যয়ীভাব সমাস

উত্তর: কর্মধারয় সমাস

১৫. কোন বানানটি শুদ্ধ?

ক. নিশীথ

খ. নিশিথ

গ. নীশিথ

ঘ. নীশীথ

উত্তর: নিশীথ

১৬. ‘চিরকুমার সভা’ নাটকটির লেখক কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. দ্বিজেন্দ্রলাল রায়

গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. আকবর উদ্দীন

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

১৭. ভাল শিক্ষক হতে হলে-

ক. শিক্ষার প্রতি আগ্রহ দরকার

খ. ছাত্রদের নিয়ন্ত্রণ জানা দরকার

গ. নিজের বিষয় সম্পর্কে জ্ঞান দরকার

ঘ. ভাল প্রকাশভঙ্গি দরকার

উত্তর: শিক্ষার প্রতি আগ্রহ দরকার

১৮. বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?

ক. রাঙ্গামাটি

খ. কুমিল্লা

গ. রংপুর

ঘ. সিলেট

উত্তর: সিলেট

১৯. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়-

ক. ১ জানুয়ারি, ১৯৯০

খ. ১ জানুয়ারি, ১৯৯১

গ. ১ জানুয়ারি, ১৯৯২

ঘ. ১ জানুয়ারি, ১৯৯৩

উত্তর: ১ জানুয়ারি, ১৯৯২

২০. সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মূল চারনীতি পরিবর্তন করা হয়?

ক. চতুর্থ

খ. পঞ্চম

গ. সপ্তম

ঘ. অষ্টম

উত্তর: পঞ্চম

২১. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ-

ক. ৭.৬ সে.মি.

খ. ৭৬ সে.মি.

গ. ৭৬০ সে.মি.

ঘ. ৭২ সে.মি.

উত্তর: ৭৬ সে.মি.

২২. সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়-

ক. রাত্রিতে

খ. মধ্যাহ্নে

গ. সকালে

ঘ. অপরাহ্ণে

উত্তর: অপরাহ্ণে

২৩. ৫, ৯, ১৭, ৩৩, ৬৫, ..... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক. ১২৫

খ. ১২৯

গ. ১৩৫

ঘ. ১৪০

উত্তর: ১২৯


২৫. কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়ায় বয়সের গড় ৪ মাসস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?

ক. ৮ বছর

খ. ৯ বছর

গ. ১০ বছর

ঘ. ১১ বছর

উত্তর: ১০ বছর

২৬. এক ডজন কলা ২৪ টাকায় ক্রয় করে কুড়ি কত  টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?

ক. ৪০ টাকা

খ. ৪৫ টাকা

গ. ৫০ টাকা

ঘ. ৫৫ টাকা

উত্তর: ৫০ টাকা

২৭. দু’টি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?

ক. ৪ : ৯

খ. ২ : ৩

গ. ৪ : ৫

ঘ. ৫ : ৬

উত্তর: ৪ : ৯

২৮. কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?

ক. ১৫ দিন

খ. ২০ দিন

গ. ২৫ দিন

ঘ. ২৮ দিন

উত্তর: ২০ দিন

২৯. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে  পারে। দু’জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা শতকরা কত দিন বেশী লাগবে?


৩২. বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০° হলে বিপরীত কোণটির মান কত?

ক. ২০°

খ. ২০০°

গ. ১১০°

ঘ. ২৯০°

উত্তর: ১১০°

৩৩. ‘In a nutshell’ phrase এর অর্থ হচ্ছে-

ক. In details

খ. Elaborately

গ. Large description

ঘ. Briefly

উত্তর: Briefly

৩৪. ‘Quarrel’ শব্দটির Synonym হচ্ছে-

ক. Agreement

খ. Reconciliation

গ. Peace

ঘ. Dispute

উত্তর: Dispute

৩৫. ‘You are not amenable ..... reasons.’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ  বসবে-

ক. from

খ. of

গ. info

ঘ. to

উত্তর: to

৩৬. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক. We write by ink.

খ. An Akbar is not born in every age.

গ. More he gets, more he wants.

ঘ. He got the work by doing.

উত্তর: An Akbar is not born in every age.

৩৭. ‘What is wanted by him?’ -বাক্যের পরিবর্তিত Voice হচ্ছে-

ক. What do he want?

খ. What did he want?

গ. What does he want?

ঘ. What is he want?

উত্তর: What does he want?

৩৮. Nasima said,’What a fine picture it is! বাক্যের indirect speech হচ্ছে-

ক. Nasima said that it is a fine picture.

খ. Nasima exclaimed that it is a fine picture.

গ. Nasima exclaimed that it was a fine picture.

ঘ. Nasima exclaimed that what a fine picture is was.

উত্তর: সঠিক উত্তর হবে- Nasima exclaimed that it was a very fine picture.

৩৯. কোন বানানটি শুদ্ধ?

ক. Addultration

খ. Adultration

গ. Addulteration

ঘ. Adulteration

উত্তর: Adulteration

৪০. কোন বানানটি শুদ্ধ?

ক. Boquete

খ. Bouquet

গ. Boquet

ঘ. Bouqutte

উত্তর: Bouquet

৪১. কোন বানানটি শুদ্ধ?

ক. শুশ্রূষা

খ. সুশ্রূষা

গ. শুস্রুষা

ঘ. সুশ্রষা

উত্তর:  শুশ্রূষা

৪২. ‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র।’ -এটি কোন ধরনের বাক্য?

ক. জটিল বাক্য

খ. সরল বাক্য

গ. যৌগিক বাক্য

ঘ. মিশ্র বাক্য

উত্তর:  সরল বাক্য

৪৩. ‘উদ্যোগ’ -এর সন্ধি বিচ্ছেদ-

ক. উদ + যোগ

খ. উৎ + যোগ

গ. উদ + যুগ

ঘ. ঊৎ + যোগ

উত্তর: উৎ + যোগ

৪৪. ‘অনুগ্রহ’ -এর বিপরীতার্থক শব্দ-

ক. বিগ্রহ

খ. প্রতিগ্রহ

গ. দয়া

ঘ. নিগ্রহ

উত্তর: নিগ্রহ

৪৫. ‘রাত্রি’ -এর সমার্থক শব্দ নয়-

ক. শর্বরী

খ. রজনী

গ. যামিনী

ঘ. বারিদ

উত্তর: বারিদ

৪৬. ‘অপয়া’ শব্দটি কোন সমাস?

ক. তৎপুরুষ

খ. অব্যয়ীভাব

গ. বহুব্রীহি

ঘ. কর্মধারয়

উত্তর: বহুব্রীহি

৪৭. “শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।” বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. অধিকরণে সপ্তমী

খ. কর্মে সপ্তমী

গ. অপাদানে পঞ্চমী

ঘ. অধিকরণে পঞ্চমী

উত্তর: অধিকরণে সপ্তমী

 

৪৮. কোন বানানটি শুদ্ধ?

ক. সমীচিন

খ. সমিচীন

গ. সমিচিন

ঘ. সমীচীন

উত্তর: সমীচীন

৪৯. ‘তারাবাঈ’ -নাটকটির লেখক কে?

ক. ইসমাইল হোসেন সিরাজী

খ. মীর মশাররফ হোসেন

গ. আবদুল্লাহ আল-মামুন

ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়

৫০. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর?

ক. গণদেবতা

খ. আরণ্যক

গ. ঘরে-বাইরে

ঘ. বিষবৃক্ষ

উত্তর: ঘরে-বাইরে

৫১. ‘আবদুল্লাহ’ উপন্যাসটির রচয়িতা কে?

ক. কাজী ইমদাদুল হক

খ. ইসমাইল হোসেন সিরাজী

গ. শাহাদাৎ হোসেন

ঘ. শওকত ওসমান

উত্তর: কাজী ইমদাদুল হক

৫২. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি-

ক. বি এ সিদ্দীকী

খ. হুমায়ুন রশীদ চৌধুরী

গ. খাজা ওয়াসাউদ্দীন

ঘ. ড. কামাল হোসেন

উত্তর: হুমায়ুন রশীদ চৌধুরী

৫৩. বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?

ক. পাঁচ

খ. ছয়

গ. সাত

ঘ. আট

উত্তর: সাত

৫৪. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়-

ক. ২ মার্চ, ১৯৭১

খ. ৭ মার্চ, ১৯৭১

গ. ২৬ মার্চ, ১৯৭১

ঘ. ১৭ এপ্রিল, ১৯৭১

উত্তর: ২ মার্চ, ১৯৭১

৫৫. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়?

ক. ১৯৯৬ সালে

খ. ১৯৯৭ সালে

গ. ১৯৯৭ সালে

ঘ. ১৯৯৯ সালে

উত্তর: ১৯৯৭ সালে

৫৬. সবচেয়ে বেশি পটাসিয়াম পাওয়া যায়-

ক. পেয়ারায়

খ. পাকা কলায়

গ. আমে

ঘ. ডাবে

উত্তর: ডাবে

৫৭. দুধের ঘনত্ব নির্ণায়ক যন্ত্র-

ক. ম্যানোমিটার

খ. গ্র্যাভিমিটার

গ. পাইরোমিটার

ঘ. ল্যাক্টোমিটার

উত্তর: ল্যাক্টোমিটার

৫৮. সাবমেরিন থেকে সমুদ্রের উপরের জাহাজ দেখার জন্য ব্যবহৃত হয়-

ক. মাইক্রোস্কোপ

খ. টেলিস্কোপ

গ. পেরিস্কোপ

ঘ. বাইনোকুলার

উত্তর: পেরিস্কোপ

৫৯. ক্যালসিয়াম ও পটাসিয়াম সাহায্য করে পেশীর-

ক. প্রসারণে

খ. সংকোচনে

গ. শক্তিবর্ধনে

ঘ. বৃদ্ধিতে

উত্তর: সংকোচনে

৬০. সাফ গেমস্ অনুষ্ঠিত হয় কত বছর পর পর?

ক. ২ বছর

খ. ৩ বছর

গ. ৪ বছর

ঘ. ৫ বছর

উত্তর: ২ বছর

৬১. আর্থ-সমাজিক উন্নয়নের জন্য উন্নত ধরনের কোনটি থাকা প্রয়োজন?

ক. চিকিৎসা ব্যবস্থা

খ. যোগাযোগ ব্যবস্থা

গ. খাদ্য ব্যবস্থা

ঘ. রাজনৈতিক ব্যবস্থা

উত্তর: যোগাযোগ ব্যবস্থা

৬২. ‘হার্ড ডিস্ক’ মাপার একক হল-

ক. কিলোবাইট

খ. মেগাবাইট

গ. গিগাবাইট

ঘ. টেরাবাইট

উত্তর: গ, ঘ

৬৩. দিবারাত্রি সংঘটিত হয়-

ক. মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে

খ. বার্ষিক গতির জন্য

গ. আহ্নিক গতির জন্য

ঘ. এর কোনোটিই নয়

উত্তর: আহ্নিক গতির জন্য

৬৪. উত্তর গোলার্ধ সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-

ক. ২১ জুন

খ. ২৩ সেপ্টেম্বর

গ. ২২ ডিসেম্বর

ঘ. ১ জানুয়ারি

উত্তর: ২১ জুন

৬৫. ১ মিলিমিটার ১ কিলোমিটারের কত অংশ?

৬৬. ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক ও ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?

ক. ১৩ বছর

খ. ১৪ বছর

গ. ১৫ বছর

ঘ. ১৬ বছর

উত্তর: ১৩ বছর

 

৬৭. কোনো স্কুলে ৭০% শিক্ষার্থী বাংলায় এবং ৮০% শিক্ষার্থী গণিতে পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৪০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

ক. ৫০০ জন

খ. ৪৬০ জন

গ. ৪০০ জন

ঘ. ৩৫০ জন

উত্তর: ৪০০ জন

৬৮. ১১, ১৫, ২৩, ৩৯, .... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

ক. ৪৫

খ. ৫৫

গ. ৭১

ঘ. ৮২

উত্তর: ৭১

৬৯. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে ক্ষতির শতকরা হার কত?

ক. ৪%

খ. ৫%

গ. ৬%

ঘ. ৭%

উত্তর: ৫%

৭০. করিম ও রহিমের নম্বরের অনুপাত ৩ : ৪ এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত ৬ : ৭। তাহলে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত?

ক. ৪ : ৭

খ. ২ : ৩

গ. ২ : ৭

ঘ. ৯ : ১৪

উত্তর: ৯ : ১৪

৭১. স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে-

ক. ৬ ঘণ্টা

খ. ৮ ঘণ্টা

গ. ১০ ঘণ্টা

ঘ. ৪ ঘণ্টা

উত্তর: ৪ ঘণ্টা

৭২. দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে?

ক. ১টি

খ. ২টি

গ. ৩টি

ঘ. অসংখ্য

উত্তর: অসংখ্য

উত্তর: 0

৭৫. ‘Might’ শব্দটির Adjective নিচের কোনটি?

ক. Mighteous

খ. Mighty

গ. Mightful

ঘ. Mightier

উত্তর: Mighty

৭৬. ‘Brief’ শব্দটির Noun নিচের কোনটি?

ক. Briefly

খ. Brevity

গ. Briefing

ঘ. Short

উত্তর: Brevity

৭৭. ‘Admit’ শব্দটির Noun নিচের কোনটি?

ক. Admission

খ. Admissible

গ. Admittance

ঘ. Admitted

উত্তর: ক, গ

৭৮. ‘Able’ শব্দটির Verb নিচের কোনটি?

ক. Unable

খ. Enable

গ. Disable

ঘ. Ability

উত্তর: Enable

৭৯. “হে দারিদ্র তুমি মোরে করেছ মহান

তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান

কণ্টক মুকুট শোভা” – কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম

গ. কায়কোবাদ

ঘ. কামিনী রায়

উত্তর: কাজী নজরুল ইসলাম

৮০. “মোদের গরব মোদের আশা

আ-মরি বাংলা ভাষা” -এর রচয়িতা কে?

ক. সুফিয়া কামাল

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. রামনিধি গুপ্ত

ঘ. অতুলপ্রসাদ সেন

উত্তর: অতুলপ্রসাদ সেন


 

More Question Bank

NTRCA

৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন (প্রভাষক) প্রশ্ন সমাধান | 6th NTRCA Question Solution (College Level) | Biddabari

৬ষ্ঠ প্রভাষক নিবন্ধন প্রশ্ন সমাধান | 6th NTRCA Question Solution | Biddabari প্রিয় চাকরি প্রত্যাশী, শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য NTRCA একটি সূবর্ণ সুযোগ। আমারা জানি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার। সারাদেশে ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়ে থাকে। তাই, আসন্ন NTRCA ১৯তম নিবন্ধনকে সামনে রেখে আপনাদের প্রস্তুতিকে আরো বেশি শানীত করতে গুরুত্বপূর্ণ পরীক্ষা উপযোগী সাজেশন ও বিগত সালের প্রশ্ন সমাধান তুলে ধরছি।   আরও দেখুন: বিদ্যাবাড়ির 19th NTRCA Preli Advance Gold Live Batch কোর্স আপনার সহায়ক হতে পারে। আরও দেখুন:NTRCA সম্পর্কিত বারবার জিজ্ঞাসাকৃত...

BCS

২০তম বিসিএস প্রশ্ন সমাধান | 20th BCS Question Solution | Biddabari

২০তম বিসিএস প্রশ্ন সমাধান | 20th BCS Question Solution | Biddabari   প্রিয় চাকরি প্রত্যাশী,   বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১ নভেম্বর ২০২৫ ইং তারিখে ৫০তম বিসিএস সার্কুলার প্রকাশের সম্ভাবনা রয়েছে। সার্কুলার প্রকাশের পর প্রস্তুতির সময় থাকবে খুবই সীমিত। তাই যারা ৫০তম বিসিএস টার্গেট করছেন, তাদের এখন থেকেই সুপরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করা অত্যন্ত জরুরি।   🔍 সাম্প্রতিক বিসিএস প্রশ্ন বিশ্লেষণ   সাম্প্রতিক বিসিএস পরীক্ষার প্রশ্নে দেখা গেছে অনেক পরিবর্তন এসেছে। তাই প্রস্তুতি নিতে হবে আরও বিশ্লেষণভিত্তিক, আপডেট ও টপিক-ফোকাসডভাবে। আরও দেখুন: ১০ম বিসিএস প্রশ্ন সমাধান - 13th BCS Question Solution – Biddabar...

Primary

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান–২০০৯ (পদ্ম) | Primary Head Teacher Question Solution 2009 (Padma)

প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান–২০০৯ (পদ্ম) | Primary Head Teacher Question Solution 2009 (Padma) প্রিয় চাকরি প্রত্যাশী, আপনারা ইতোমধ্যেই অবগত আছেন যে, প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১১২২টি পদে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই এই সার্কুলারের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রায় ১৩ বছর পর সরাসরি পরীক্ষার মাধ্যমে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হচ্ছে এবং এই পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) কর্তৃক গ্রহণ করা হবে। ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’ অনুযায়ী— 🎯৯০ নম্বরের লিখিত (MCQ Type) এবং 🎯১০ নম্বরের মৌখিক (Viva) পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। দীর্ঘদিন পরে প্রাইমারির প্রধান...

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই