বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন প্রক্রিয়া সারা দেশে চাকরি প্রত্যাশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। BCS পরীক্ষার মাধ্যমে মূলত সরকারি চাকরির জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এর মাধ্যমে ৩,৬৮৮টি পদে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১০ ডিসেম্বর ২০২৪ তারিখ হতে।
এই আর্টিকেলে আমরা বিসিএস পরীক্ষার জন্য আবেদন করার নিয়ম, আবেদন করতে কি কি লাগে ও ফি কত ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
৪৭তম বিসিএস আবেদন করার নিয়ম
বিসিএস এর জন্য অনলাইনে আবেদন করার নিয়ম এবং আবেদন করতে কি কি লাগে তা এই সেকশনে ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে-
1. বিসিএস এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে হলে প্রথমে আপনাকে bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে যেতে হবে।
2. সেখানে ৪৭তম বিসিএসের জন্য অনলাইনে আবেদন ফরম পূরণের অপশন পাবেন। আপনাকে Online Application for 47th BCS Examination 2024 এ ক্লিক করতে হবে।
3. পরবর্তী পেজে ৩টি অপশন দেখবেন:
- Application from for General Cadre
- Application form for Technical/Professional Cadre
- Application from for General & Technical/Professional (both) Cadre
আপনার স্নাতক পর্যায়ের বিষয় অনুযায়ী ক্যাডার অপশন বাছাই করতে হবে। যদি আপনার স্নাতক পর্যায়ে কোনো কারিগরি পদ না থাকে, তাহলে ‘সাধারণ ক্যাডার’ অপশনে ক্লিক করতে হবে।
আর যদি কারিগরি পদ থাকে, তাহলে ‘উভয় ক্যাডার’ বা শুধুমাত্র ‘কারিগরি ক্যাডার’ অপশন সিলেক্ট করতে হবে। তারপর Apply বাটন প্রেস করতে হবে।
4. এখন আপনি স্ক্রিনে বিসিএস এর অনলাইন আবেদন ফরম BPSC FORM-1 দেখতে পাবেন যেখানে ৩টি অংশ থাকবে:
- ব্যক্তিগত তথ্য
- শিক্ষাগত যোগ্যতার তথ্য
- ক্যাডার পছন্দ সম্পর্কিত তথ্য
উল্লেখ্য যে, বিসিএস পরীক্ষার আবেদনের শেষ তারিখ (৩১ ডিসেম্বর ২০২৪) অতিক্রম করার পর bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করলে স্ক্রিনে আর আবেদন করার অপশন পাবেন না।
আরও পড়ুন: বিসিএস (BCS) পরীক্ষা দিতে কি যোগ্যতা লাগে? (খুঁটিনাটিসহ বিস্তারিতভাবে জানুন)
ব্যক্তিগত তথ্য
- প্রথম অংশে আপনাকে নিজের ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। আপনার নাম, পিতা-মাতার নাম এসএসসি (SSC) বা সমমানের সনদ অনুযায়ী বড় হাতের অক্ষরে লিখতে হবে। কোনো ভুল যেন না হয়, সেজন্য সনদ দেখে মিলিয়ে নিন।
- আপনার জন্ম তারিখ পূরণ করতে হবে যেভাবে আপনার এসএসসি সনদে দেওয়া আছে ঠিক সেভাবে।
- এরপর আপনাকে লিঙ্গ সিলেক্ট করতে হবে- পুরুষ, নারী অথবা তৃতীয় লিঙ্গ।
- আপনার কর্মসংস্থানের অবস্থা অনুযায়ী, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস পূরণ করবেন। যদি বেকার হন, তাহলে ‘Not Employed’ সিলেক্ট করতে হবে। আর যদি সরকারি চাকরিতে কর্মরত থাকেন, তাহলে ‘Regular Basis Under Revenue Budget’ নির্বাচন করুন। যদি কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন, তাহলে ‘Autonomous/Semi-Autonomous’ অপশন সিলেক্ট করবেন। আর যদি বেসরকারি চাকরিতে থাকেন, তাহলে ‘Private’ অপশনটি নির্বাচন করবেন।
- মুক্তিযোদ্ধার সন্তান সেই অনুযায়ী সিলেক্ট করবেন, অন্যথায় ‘Non-Freedom Fighter’ অপশন নির্বাচন করতে হবে।
- কোনো শারীরিক প্রতিবন্ধিতা থাকলে তা উল্লেখ করবেন। মনে রাখবেন, বর্তমানে বিসিএসে কোনো কোটা নেই।
- এছাড়াও, আপনাকে বৈবাহিক অবস্থা, উচ্চতা, ঠিকানা ইত্যাদি নির্ভুলভাবে প্রদান করতে হবে।
শিক্ষাগত যোগ্যতার তথ্য
দ্বিতীয় অংশে শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। আপনার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, এবং স্নাতক পর্যায়ের শিক্ষার সব তথ্য, যেমন রোল নম্বর, বোর্ড, রেজিস্ট্রেশন নম্বর, পাসের সাল, পরীক্ষার নাম এবং ফলাফল নির্ভুলভাবে দিতে হবে।
স্নাতক পর্যায়ের ক্ষেত্রেও রোল নম্বর, বিষয়, বিশ্ববিদ্যালয়ের নাম, ডিগ্রির নাম, পাসের সাল এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।
অ্যাপিয়ার্ড প্রার্থীরা, অর্থাৎ যাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে কিন্তু এখনো ফলাফল প্রকাশ হয়নি, তাঁরা আবেদন করতে পারবেন। তবে ফাইনাল পরীক্ষার শুরু এবং শেষের তারিখ ফরমে উল্লেখ করতে হবে, এবং মৌখিক পরীক্ষার সময় বিভাগের প্রধানের কাছ থেকে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
যদি স্নাতকোত্তর সম্পন্ন করা থাকে, তাহলে সেই তথ্যগুলোও সঠিকভাবে পূরণ করতে হবে। তবে মনে রাখবেন, স্নাতকোত্তর না করলেও ক্যাডার পদের জন্য আবেদন করতে কোনো বাধা নেই।
পিএসসি ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিকেও স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রির সমতুল্য ধরা হবে।
আরও পড়ুন: বিসিএস (BCS) পরীক্ষা পদ্ধতি: গুরুত্বপূর্ণ ধাপগুলো বিস্তারিতভাবে জানুন
ক্যাডার নির্বাচন
তৃতীয় অংশে ক্যাডার পছন্দ করতে হবে। বিসিএসের ক্যাডারগুলোর মধ্যে যেকোনোটি পছন্দ করার আগে তার কাজের ধরন, সুযোগ-সুবিধা, এবং পদোন্নতির সুযোগ সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া গুরুত্বপূর্ণ। প্রতিটি ক্যাডারের কাজ আলাদা ধরনের হয়ে থাকে।
আপনার ব্যক্তিগত পছন্দ, পড়াশোনার বিষয় এবং পরিবারের মতামতকে গুরুত্ব দিয়ে ক্যাডার নির্বাচন করুন।
যেমন, শিক্ষা ক্যাডারে যাঁরা আবেদন করতে চান, তাঁদের জন্য শিক্ষাবিষয়ক তথ্য এবং পছন্দগুলো সঠিকভাবে পূরণ করতে হবে।
আবেদন করার পর ক্যাডার চয়েজ পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না, তাই একবার পছন্দ করার আগে ভালোভাবে চিন্তা করুন।
ফরম পূরণের শেষ ধাপ
ক্যাডার নির্বাচন করার পর আপনি ফরমের শেষ ধাপে যাবেন, যেখানে ফরম পুনরায় যাচাই করার একটি সুযোগ পাবেন।
এখানে ফরমের প্রতিটি তথ্য ঠিকভাবে পূরণ হয়েছে কিনা দেখে নিন। যদি কোনো ভুল থেকে থাকে, তাহলে এখনই তা সংশোধন করুন। এরপর ফরম সাবমিট করার আগে নিজের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে।
সব তথ্য সঠিকভাবে পূরণ করা হলে আবেদন ফরম চূড়ান্তভাবে সাবমিট করুন। সাবমিট করার পর ইউজার আইডি (User ID) সহ একটি অ্যাপ্লিকেন্টস কপি (Applicants Copy) পাবেন, যেটি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে। এই অ্যাপ্লিকেন্টস কপি পরে প্রয়োজনে কাজে লাগবে।
আবেদন ফি জমা ও প্রবেশপত্র ডাউনলোড
অনেকেই প্রশ্ন করে থাকেন, বিসিএস এর আবেদন ফি আসলে কত?
আবেদন ফি হল ৩৫০/- টাকা। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫০/- টাকা।
অ্যাপ্লিকেন্টস কপিতে থাকা ইউজার আইডি (User ID) ব্যবহার করে টেলিটক প্রিপেইড নম্বর থেকে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে। যেভাবে জমা দিবেন-
- ১ম SMS: BCS <স্পেস> User ID লিখে 16222 নম্বরে SMS পাঠান।
প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ একটা PIN নম্বর পাঠানো হবে; এটি ব্যবহার করে দ্বিতীয় SMS পাঠান।
- ২য় SMS: BCS <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে SMS পাঠান।
ফি জমা দেওয়ার পর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করুন।
বিসিএস এর আবেদনে ভুল হলে করণীয়
বিসিএস পরীক্ষার আবেদনের সময় কোনো ভুল তথ্য দিয়ে আবেদন ফি জমা দিলে সংশোধনের আর সুযোগ থাকবে না।
তাই ফি জমা দেওয়ার আগে আবেদনপত্রের প্রিভিউ দেখে নিশ্চিত হয়ে তারপর ফি জমা দিতে হবে।
ভুল তথ্য থাকলে আপনার আবেদন বাতিল হতে পারে, তাই সব তথ্য সঠিকভাবে পূরণ করা নিশ্চিত করুন।
আরও পড়ুন: এক নজরে দেখে নিন বিসিএস পরীক্ষা সংক্রান্ত সকল প্রশ্ন ও উত্তর
কিছু গুরুত্বপূর্ণ বিষয়
- আবেদন করার আগে অবশ্যই জন্ম তারিখের উপর ভিত্তি করে বয়স যাচাই করে নিবেন। বিসিএস বিজ্ঞপ্তিতে উল্লিখিত বয়সসীমার বাইরে থাকলে আবেদন বাতিল হবে।
- আবেদন প্রক্রিয়ায় কোনো ভুল হলে আবেদনকারীর ফরম বাতিল হয়ে যেতে পারে। তাই সাবধানতার সাথে প্রতিটি ধাপ পূরণ করতে হবে।
- চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে বিভাগীয় ছাড়পত্র মৌখিক পরীক্ষার আগে জমা দিতে হবে।
- যদি কেউ স্নাতক পর্যায়ে বিদেশি ডিগ্রিধারী হয়ে থাকেন, তাহলে শিক্ষা মন্ত্রণালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সমমানের সনদ সংগ্রহ করতে হবে এবং মৌখিক পরীক্ষার বোর্ডে তা প্রদর্শন করতে হবে।
- আবেদন ফরম সঠিকভাবে পূরণ করা বিসিএস পরীক্ষায় সফলতার প্রথম ধাপ। সঠিক নিয়ম মেনে আবেদন করলে পরবর্তী ধাপগুলোতে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে।
শেষ কথা
৪৭তম বিসিএসে আবেদন প্রক্রিয়া কিছুটা জটিল হলেও সঠিক নির্দেশনা অনুসরণ করলে আপনি সহজেই আবেদন করতে পারবেন।
আবেদন করার সময় নিচের বিষয়গুলো মনে রাখবেন:
- সব তথ্য সঠিকভাবে পূরণ করা,
- আবেদন প্রক্রিয়া অনুসরণ করা এবং
- সময়মত ফি জমা দেওয়া।
আশা করি, এই আর্টিকেলটি ৪৭তম বিসিএস আবেদন প্রক্রিয়া সম্পর্কে আপনাদের সঠিক ধারণা দিতে পেরেছে।
আপনারা জানতে পেরেছেন, বিসিএস পরীক্ষার জন্য আবেদন করার নিয়ম, আবেদন করতে কি কি লাগে, আবেদন ফি কত বা আবেদনে ভুল হলে করণীয় কি।
আপনার ভবিষ্যত সফল হোক। বিদ্যাবাড়ির সাথেই থাকুন। ধন্যবাদ।
Comments